প্লাস্টিক সার্জারি করেছেন পূজা চেরী ? জবাবে যা বললেন নায়িকা

প্লাস্টিক সার্জারি করেছেন পূজা চেরী ? জবাবে যা বললেন নায়িকা

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
সম্প্রতি একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পূজা চেরী। সেই অনুষ্ঠানের কিছু
ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। সেসব ছবিতে পূজা চেরীকে একটু পরিণত বয়সের মনে হচ্ছে। এতেই শুরু হয় পূজা চেরীকে নিয়ে নতুন চর্চা।
নেটিজনদের মতে, সেইসব ছবিতে একটু পরিণত বয়স মনে হয়েছে পূজাকে। নেটিজেনদের অনেকেই মনে করছেন, পূজা চেরী প্লাস্টিক
সার্জারি করেছেন। এ নিয়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপে ছবির নিচে নানাভাবে বিশ্লেষণ করছেন নেটিজেনরা।
নেটিজেনদের বেশ কিছু প্রতিক্রিয়া চোখে পড়েছে পূজা চেরীরও। এ ব্যাপারে পূজার ভাষ্য, ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি
অবাক হয়েছি। আমি সার্জারি করিনি। কারণ, জেনেবুঝে কেন আমি নিজের ক্ষতি করব। এ কাজ কোনো দিনই করতে চাই না আমি।
পূজা আরও বলেন, দিন, মাস, বছর যাচ্ছে, আমার চেহারার পরিবর্তন আসছে। ছোটবেলায় আমার ভরাট মুখমণ্ডল ছিল, এখন তো
আর থাকবে না সেটি। ১৬-১৭ বছর বয়সে আমার চেহারায় বালিকা বালিকা যে ব্যাপারটা ছিল, এখন তো আর সেটি থাকার কথা নয়।
এদিকে, বর্তমানে পূজার হাতে কোনও সিনেমা নেই। তিনটি চিত্রনাট্য হাতে আছে এই অভিনেত্রীর। সেগুলো পড়ছেন আপাতত।
হয়তো শিগগিরই ভালো খবর দর্শকদের জানাবেন তিনি।
এ ব্যাপারে পূজা চেরী বলেন, ‘ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি অবাক হয়েছি। আমি সার্জারি করিনি। কারণ, জেনেবুঝে কেন
আমি নিজের ক্ষতি করব। আমি জানি, প্লাস্টিক সার্জারির ফলাফল একটা সময় গিয়ে ভালো নয়। চেহারার বা ত্বকের কিছুটা হলেও
ক্ষতি হবেই। করলে তো আগেই করতে পারতাম। এ কাজ কোনো দিনই করতে চাই না আমি।’
এই অভিনেত্রীর কথা, ‘বয়সের পরিবর্তনে চেহারার পরিবর্তনের ছাপ মুখে পড়ে। তা ছাড়া মেকআপেও চেহারার পরিবর্তন হয়।
মেকআপ ছাড়া আমাকে ১৮–১৯ বছরের মনে হয়। হালকা মেকআপে ২০ বা ২২ বছর বয়সীর মতো লাগে। আবার কড়া মেকআপে বয়স
বেড়ে ২৪–২৫ বছর লাগে। ওই দিন অনুষ্ঠানে আমি কড়া মেকআপ করেছিলাম। ফলে ছবিতে আমার বয়সের পরিবর্তন লেগেছে। আর
তাতেই এত সব কাহিনি।’
পূজা আরও বলেন, ‘দিন, মাস, বছর যাচ্ছে, আমার চেহারার পরিবর্তন আসছে। ছোটবেলায় আমার ভরাট মুখমণ্ডল ছিল, এখন তো
আর থাকবে না সেটি। ১৬–১৭ বছর বয়সে আমার চেহারায় বালিকা বালিকা যে ব্যাপারটা ছিল, এখন তো আর সেটি থাকার কথা নয়।’
কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনাকে ঘিরে যে প্লাস্টিক সার্জারির কথা বলা হচ্ছে, তাতে খারাপ লাগেনি? জানতে চাইলে পূজা বলেন,
‘না, একদমই খারাপ লাগেনি। কারণ, আমি তো প্লাস্টিক সার্জারি করিনি। করে যদি গোপন রাখতে চাইতাম, মানুষ জেনে গেলে খারাপ
লাগত।’
মাঝেমাঝে মানুষের তির্যক মন্তব্য কিছুটা মন খারাপ করে দেয় পূজার। তিনি বলেন, ‘মাঝেমধ্যে কেউ কেউ আমাকে বলেন, আমি
নাকি গায়ের রং ফরসা করতে কিছু মাখি। শুনে হাসি, আবার অবাকও হই। মানুষ এমন কেন? অবশ্য এসব খুব বেশি একটা পাত্তা দিই
না।’
এ মুহূর্তে নতুন কোনো ছবি করছেন না পূজা চেরী। তিনি বলেন, ‘সিনেমার যা অবস্থা, তাতে এখন ভালো গল্প, বড় বাজেটের ছবি ছাড়া
করা ঠিক হবে না। অপেক্ষা করছি। আপাতত তিনটি চিত্রনাট্য হাতে আছে। চিত্রনাট্যগুলো পড়ছি।’

তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *