ফিফটিতে বিপর্যয় কাটাল অস্ট্রেলিয়া

ফিফটিতে বিপর্যয় কাটাল অস্ট্রেলিয়া


ছবি : ইন্টারনেট থেকে সংগ্রহীত
ট্রাভিস হেডের ফিফটিতে বিপর্যয় কাটিয়ে খেলায় ফিরল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জয়ের
লক্ষ্যে ২৪১ রানের টার্গেট তাড়ায় ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।
এরপর দলের হাল ধরেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। তাদের জুটিতে বিপর্যয় কাটিয়ে খেলায় ফিরেছে
অস্ট্রেলিয়া। 
এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৭ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ১৪৮ রান। ৭১ ও ৩৪ রানে ব্যাট
করছেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। জয়ের জন্য শেষ ২৩ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন মাত্র ৯৩ রান।
২৪১ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ শামির করা বলেই ক্যাচ তুলে দিয়ে
ফেরেন ডেভিড ওয়ার্নার। তার বিদায়ে ১৬ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এরপর ইনিংস মেরামত করার আগেই দলীয় ৪১ রানে জসপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে
ফেরেন মিচেল শার্ম। দলীয় ৪৭ রানে ফেরেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।
ক্রিকেট বিশ্বকাপের চলতি আসরে অপ্রতিরোধ্য ভারত। ফাইনাল ম্যাচের আগে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে
হারাতে পারেনি কোনো দল। অবিশ্বাস্য ফর্মে থাকা ভারতকে ফাইনালে ২৪০ রানে অলআউট করে দিল
অস্ট্রেলিয়া। 
অস্ট্রেলিয়া বিশ্বকাপের অতীতের ১২ আসরের মধ্যে রেকর্ড পাঁচবার শিরোপা জিতে নেয়। এবার ষষ্ঠ শিরোপা
জয়ের দুয়ারে রয়েছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলটি।
অন্যদিকে ভারত অতীতে দুইবার বিশ্বকাপ শিরোপা জিতে। ১৯৯৩ সালে কপিল দেব, আর ২০১১ সালে মহেন্দ্র
সিং ধোরিন নেতৃত্বে। তবে ২০০৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে ট্রফি হাতছাড়া করে ভারত। 
রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে বিশ্বকাপের স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে
আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৬ বলে স্কোর বোর্ডে ৩০ রান জমা
করেই সাজঘরে ফেরেন শুভমান গিল। তিনি মিচেল স্টার্কের শিকারে পরিণত হওয়ার আগে ৭ বলে মাত্র ৪ রানে
ফেরেন। 
এরপর সাবেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৩২ বলে ৪৬ রানের জুটি গড়েন তারকা ওপেনার রোহিত শর্মা।
দলীয় ৭৬ রানে ৩১ বলে চারটি চার আর তিন ছক্কায় ৪৭ রান করে ফেরেন অধিনায়ক রোহিত। চার নম্বর
পজিশনে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ বলে ৪ রানে আউট হন শ্রেয়াস আইয়ার। 
ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ১০.২ ওভারে ৮১ রানে শুভমান গিল, রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ারের
উইকেট হারিয়েছে কঠিন চাপের মধ্যে পড়ে যায় ভারত।
দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও তারকা ব্যাটসম্যান লোকেশ
রাহুল। চতুর্থ উইকেটে লোকেশ রাহুলকে সঙ্গে ১০৯ বলে ৬৭ রানের জুটি গড়েন বিরাট কোহলি। ২৮.৩ ওভারে
দলীয় ১৪৮ রানে সাজঘরে ফেরার আগে ৬৩ বলে চার বাউন্ডারিতে ৫৪ রান করেন কোহলি।
কোহলি আউট হওয়ার পর ফিফটি তুলে নিয়ে ফেরেন লোকেশ রাহুল। তিনি ১০৭ বলে মাত্র এক চারে ৬৬ রান
করে দলীয় ২০৩ রানে ফেরেন। রাহুল আউট হওয়ার আগে ২২ বলে ৯ রানে ফেরেন রবিন্দ্র জাদেজা। 
ইনিংসের শেষ দিকে ১০ বলে ৬ রানে ফেরেন পেসার মোহাম্মদ শামি। ৩ বলে ১ রানে ফেরেন আরেক পেসার
জসপ্রিত বুমরাহ। ২৮ বলে ১৮ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে ফেরেন সুরাইয়া কুমার যাদব। ১০ রানে শেষ
ব্যাটসম্যান হিসেবে রান আউট হন কুলদীপ যাদব। ৯ রানে অপরাজিত থাকেন পেসার মোহাম্মদ সিরাজ। 
অস্ট্রেলিয়ার হয়ে ১০ ওভারে ৫৫ রানে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ১০ ওভারে ৩৪ রানে ২ উইকেট নেন
অধিনায়ক প্যাট কামিন্স। ১০ ওভারে ৬০ রানে ২ উইকেট নেন জশ হ্যাজলউড।

তথ্য সূত্র : অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *