ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে সম্মিলিত নাগরিক সমাজের মানববন্ধন

ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে সম্মিলিত নাগরিক সমাজের মানববন্ধন

ছবি অনলাইন থেকে সংগৃহীত
ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও মধ্যেপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে
সম্মিলিত নাগরিক সমাজ। ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করা হয় মানববন্ধনে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় সংগঠনের সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে
কর্মসূচিতে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলায় নিরাপরাধ শিশু, নারী ও বেসামরিক মানুষ হত্যায় তীব্র নিন্দা জানানো হয়।
বক্তারা বলেন, ইসরায়েলি নৃশংসতায় মানুষ গৃহহীন হয়ে পড়ছে, কাফন পরা শিশুদের লাশ, মায়েদের আর্তনাদ, হাসপাতাল-
স্কুল ভেঙে পড়ছে, ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া মানুষকে টেনে বের করছে আত্মীয়স্বজন।
অথচ, যারা বিশ্বকে মানবাধিকার শেখাচ্ছেন, তারা ইসরায়েলি বর্বরতায় নীরব।
ফিলিস্তিনিদের আর কত লাশ পড়লে পশ্চিমাবিশ্বের বিবেক জাগ্রত হবে? পশ্চিমা বিশ্বের অস্ত্র বিক্রির উপকরণ ফিলিস্তিনি
সাধারণ মানুষ হতে পারে না বলে বক্তারা মন্তব্য করেন। তারা পৃথক দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া চলমান অচলাবস্থার
উত্তরণ সম্ভব নয় বলে উল্লেখ করেন বক্তারা।
সংগঠনের সহ-সভাপতি ও আইডিইবি’র সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আক্তারুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী,
সাবেক উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, নাট্যব্যক্তিত্ব ম হামিদ, বিইউপি’র চেয়ারম্যান ড. রেজাউল করিম, ড.
তৌফিক, ড. জহুরুল ইসলাম সিকদার, এ কে এম বোরহান উদ্দিন, আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান,
যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ, কর্মজীবী মহিলা সমিতির নেতা উন্মে হাসান জলমল প্রমুখ।
তথ্যসূত্র অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *