ছবি: অনলাইন থেকে সংগৃহীত
ফ্লাইওভারের নিচে বিমান আটকে ট্র্যাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার
রাজ্যের মতিহারি শহরে। ফ্লাইওভারের নিচে বিমান আটকে যাওয়ায় শহরটি ট্র্যাফিক জ্যাম সৃষ্টি
হয়।
গতকাল শুক্রবার বিহারের মতিহারির পিপরাকোঠিতে পরিত্যক্ত একটি বিমানকে ট্রেইলার ট্রাকে
করে মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় একটি ফ্লাইওভারে বিমানটি আটকে
গেলে ভারতের ২৭ নং জাতীয় মহাসড়কে ট্র্যাফিক জ্যামের সৃষ্টি হয়।
ফ্লাইওভারের নিচে আটকে থাকা বিমানটিকে এক নজর দেখার জন্য অনেক লোকের সমাগম হয়।
অনেকে সেলফি তোলার পাশাপাশি মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে
পোস্ট করলে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
মূলত ট্রাক চালকের ভুলেই এমন ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ট্রাক চালক ভেবেছিলেন,
তিনি তার ট্রাকের ওপর থাকা বিমানটি নিয়েই ফ্লাইওভারের নিচে দিয়ে চলে যেতে পারবেন, কিন্তু
তা হয়নি। পরে অবশ্য বিমানটি তার গন্তব্যের পৌঁছায়।
এর আগে ২০২২ সালের নভেম্বরেও ভারতের অন্ধ্রপ্রদেশে একই ঘটনা ঘটেছিল।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহীত