ছবি: অনলাইন থেকে সংগৃহীত
সেনাপ্রধান জেনারেল ওয়াকের-উজ-জামান সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে রাষ্ট্রপতির প্রেস
সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন।
এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর তৎপরতাও তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপতি দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
এছাড়া মোহাম্মদ সাহাবুদ্দিন দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বন্যাকবলিত এলাকার মানুষকে উদ্ধার
ও ত্রাণ সহায়তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকারও প্রশংসা করেন।
তথ্যসূত্র: ডেইলি সান থেকে সংগৃহীত