‘বাহনা’ তারকাখচিত ধারাবাহিক নাটক

‘বাহনা’ তারকাখচিত ধারাবাহিক নাটক

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
জনপ্রিয় পারিবারিক ও কমেডি ঘরানার পরিচালক ফরিদুল হাসান একগুচ্ছ তারকাদের নিয়ে নির্মাণ করেছেন দীর্ঘ
ধারাবাহিক নাটক ‘বাহনা’।
জাকির হোসেন উজ্জলের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, এ কে এম হাসান, জামিল হোসেন,
নাদিয়া আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর, তাহমিনা সুলতানা মৌ, সাজু খাদেম, সাবিহা জামান, শেলী আহসান, ফারুক আহমেদ,

ডাঃ এজাজ, সিদ্দিকুর রহমান, সাইদুর রহমান প্রমুখ। পাভেল, শহীদ-উন-নবী, আইরিন তানি, এমিলা হক, সামিনা বাশার,
জামাল রাজা, হেদায়েত নান্নু, তানিয়া রিতু, রেশমি প্রমুখ।
ধারাবাহিকটির গল্পে দেখা যাবে শিমুলতলী গ্রামে একটি বাড়ি রয়েছে যার নাম ‘তালুকদার বাড়ি’। এ বাড়ির কর্তা মরহুম
মহরম তালুকদার ছয় মেয়ে ও অনেক সম্পত্তি রেখে গেছেন। মহরম তালুকদারের স্ত্রী আমেনা ছয় মেয়ে জুঁই, জোবা, বেলি,
শাপলা, টগর ও শিউলিকে নিয়ে দিন কাটাচ্ছেন।
পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও তিনি একটি ছাড়া তার মেয়েদের পড়াতে পারেননি। কারণ তাদের কারোরই লেখাপড়ার প্রতি তেমন
আগ্রহ ছিল না। বড় মেয়েকে বিয়ে করার পর বিয়ের বয়স হলেও অন্যদের বিয়ে করতে পারছেন না আমেনা। এখানেও সমস্যা
আছে। আমেনা বেগম এতে বেশ চিন্তিত। তার একমাত্র ভরসা তার বড় জামাতা মোফাক্কর। এভাবেই চলতে থাকে নাটকের
গল্প…
পরিচালক জানান, আগামীকাল থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় বেসরকারি টেলিভিশন আরটিভিতে
‘বাহনা’ নাটকটি প্রচার হবে। এরপর এটি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, বাংলাভিশনে প্রচারিত হচ্ছে ফরিদুল হাসানের ধারাবাহিক নাটক ‘ফাপার’। চলতি বছরের ৯ জানুয়ারি সিরিজটি
প্রচার শুরু হয়।
তথ্যসূত্রঃ অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *