ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
ভারতের লোকসভা নির্বাচন সামনে- ১১১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দেশটির বর্তমান ক্ষমতাসীন
দল বিজেপি। সেই তালিকার হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে পদ্ম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ‘কুইন’ খ্যাত
এই অভিনেত্রী।
বছর কয়েক ধরেই বিজেপির সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় কঙ্গনা। এবার তিনি তারই পুরস্কার
পেলেন। কঙ্গনা আগে কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।এই লোকসভা নির্বাচনের মাধ্যমেই রাজনীতিতে পা
রাখলেন বলিউডের ‘কুইন’। নানা সময়ে তিনি বিজেপির হয়ে নানা কথা ও তথ্য প্রচার করেছেন। প্রার্থী হিসাবে
নাম ঘোষণা হওয়ার পরই বিজেপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা। নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে
একটি পোস্ট দিয়েছেন নায়িকা।
কঙ্গনা লিখেছেন, ‘প্রিয় ভারত ও ভারতীয় জনতার নিজস্ব দল বিজেপির জন্য বরাবরই আমার সমর্থন ছিল। আজ
(২৪ মার্চ) দল থেকে আমাকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, আমার জন্মস্থান হিমাচল প্রদেশের
মান্ডি আসন থেকে। আমি দলের উচ্চ পর্যায়ের আদেশ মেনে নির্বাচন করবো। আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিতে
পেরে আমি গর্বিত। আশা করছি দলের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে মানুষের সেবা করতে পারবো।’
গত কয়েক বছর ধরে কঙ্গনা যত না পর্দায় ছিলেন, তার চেয়ে বেশি ছিলেন সমাজমাধ্যমে। কঙ্গনাকে নিয়ে
তেমনটাই বলে থাকেন নিন্দুকেরা। বলিউডের কে কোথায় কী করেছেন, কী বলছেন সবই প্রায় তার নজরে থাকে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত