বিয়ের পোস্টে কমেন্ট সেকশন বন্ধ ঘৃণায় ভরা মন্তব্য!

বিয়ের পোস্টে কমেন্ট সেকশন বন্ধ ঘৃণায় ভরা মন্তব্য!


ছবি: অনলাইন থেকে সংগৃহীত

জাহির ইকবালের পরিণীতা হলেন সোনাক্ষী সিনহার সাত বছরের সম্পর্ক পেল পরিণতি। সইসাবুদ করেই বিয়ে সেরেছেন
বলিউডের সোনাক্ষী সিনহা। সেই ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। কিন্তু কমেন্ট সেকশন লক করে
দিয়েছেন। বিষয়টি নিয়ে আবার ‘এক্স’ হ্যান্ডেলে সোচ্চার হয়েছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ।রবিবার নিজস্ব
অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ প্রিয়জনদের সাক্ষী রেখে বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির। বর-কনের পরনে ছিল সাদা পোশাক।
মেয়ের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তার স্ত্রী পুনম। কিন্তু সোনাক্ষীর যমজ ভাই লভ-কুশকে দেখা যায়নি।
তাদের বদলে ভাইয়ের দায়িত্ব পালন করেছেন সোনাক্ষীর প্রিয় বান্ধবী হুমা কুরেশির ভাই শাকিব সালিম। তাহলে কি ভিন্ন
ধর্মের জাহির ইকবালকে বিয়ে করেছেন বলেই একমাত্র বোন সোনাক্ষীর উপর রুষ্ট দুই ভাই? এমন প্রশ্ন উঠছে।
এদিকে সোনাক্ষী-জাহিরের বিয়ে নিয়ে সোশাল মিডিয়াতেও কাঁটাছেড়ার অন্ত নেই। নিন্দুকদের কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপ চলছে।
সেই কারণেই হয়তো বিয়ের পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন সোনাক্ষী জাহির। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে
‘এক্স’ হ্যান্ডে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ লেখেন, “সাত বছরের সম্পর্কের পর দুজন মানুষ ভালোবাসা নিয়ে বিয়ে করেছেন।
তাতে তো তাদের ভবিষ্যতের জন্য ভালোবাসায় ভরা শুভেচ্ছার প্রত্যাশা থাকে। কিন্তু তার বদলে ওদের ইনস্টাগ্রামের কমেন্ট
সেকশন বন্ধ করে দিতে হল যাতে ঘৃণায় ভরা মন্তব্যের মুখে পড়তে না হয়।”

তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *