ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
বিয়ে করলেন কার্তিক আরিয়ানের ‘লাভ আজ কাল’ সিনেমার বলিউড অভিনেত্রী আরুশি শর্মা। সামাজিক মাধ্যমে
ছড়িয়ে পড়েছে তাঁর বিয়ের ছবি।
ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুসারে, আরুশির পাত্র বলিউডেরই একজন। তবে তিনি কোনো অভিনেতা নয়, বরং কাস্টিং
ডিরেক্টর। পাত্রের নাম বৈভব বিশান্ত। সম্প্রতি ‘ময়দান’, ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’র মতো সিনেমার কাস্টিং ডিরেক্টর
হিসেবে কাজ করেছেন তিনি।
অভিনেত্রী হিসেবে ‘লাভ আজ কাল’ সিনেমায়ও নজর কাড়েন। রণবীর-দীপিকার ‘তামাশা’ সিনেমায় তিনিও ছিলেন।
এটি আসলে সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন অভিনীত ‘লাভ আজ কাল’ সিনেমার সিক্যুয়েল। তবে সিনেমাটি বক্স
অফিসে সেভাবে আয় করতে পারেনি।
নেটফ্লিক্স অরিজিনাল সিনেমা ‘জাদুগর’-এ ডা. দিশার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সিনেমার নায়ক ‘পঞ্চায়েত’ ওয়েব
সিরিজ খ্যাত জিতেন্দ্র কুমার। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘কালা পানি’তে জ্যোৎস্নার চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত