বুয়েটের ওপর সবার যে আস্থা আছে, তা কাজে লাগাতে হবে: উপাচার্য

বুয়েটের ওপর সবার যে আস্থা আছে, তা কাজে লাগাতে হবে: উপাচার্য


ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বুয়েট কাউন্সিল ভবনে আয়োজিত
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার মন্তব্য করেন বাংলাদেশ
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওপর দেশের মানুষের যে আস্থা আছে, তা কাজে লাগাতে হবে ।

তিনি বলেন, আমাদের দেশপ্রেম আছে, সেটাকে যদি কাজে না লাগাই তাহলে হবে না। আমাদের বুয়েটের ওপর যে আস্থা আছে,
সেটাকে যদি কাজে না লাগাই বা কোনো কাজে সেটা ব্যবহার করা হবে না, এটা হতে পারে না। আমাদের প্রযুক্তি আছে, আমরা
গবেষণা করি, জ্ঞান তৈরি করি। সেটাকে কাজে লাগাতে হবে, আমাদের যা আছে, তা ব্যবহার করতে হবে।

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, আমরা যেকোনো কাজ করতে পারি। আমরা যদি তা না পারতাম তাহলে ১৯৭১ সালে
বঙ্গবন্ধু নূরুল উলা স্যারকে ট্রান্সমিটার তৈরি করে দিতে বলতেন না। উনি (বঙ্গবন্ধু) জানতেন যে, আমরা পারি। সেজন্যই
তাকে ট্রান্সমিটার তৈরির দায়িত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। আমাদের শক্তি আছে, বুদ্ধি আছে, মেধা আছে। কাজেই আমাদের
দক্ষতা, প্রযুক্তির প্রসার ঘটানো উচিত। আমাদের মেধা দিয়ে যাতে দেশের উন্নয়নে এগিয়ে আসতে পারি, আজকের দিনে
আমাদের এ প্রত্যয় হওয়া উচিত।
আলোচনা সভায় বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ উপস্থিত
ছিলেন। রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বুয়েটের সিন্ডিকেট সদস্য, সব ডিন,
বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট, পরিদপ্তর ও দপ্তরের পরিচালকেরা, হল প্রভোস্ট, শিক্ষক, অফিস প্রধান ও সাধারণ শিক্ষার্থীরা
উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *