ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
শুক্রবার থেকে সারাদেশের তাপমাত্রা কমতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। তীব্র তাপপ্রবাহের পর ঢাকায় বৃষ্টি হতে
পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ স্বস্তির বৃষ্টির দেখা পেতে পারেন
রাজধানীবাসী।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে স্বাভাবিক বৃষ্টিই হতে পারে। দেশের কোথাও কোথাও এক থেকে
তিনটি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে
বেশি থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, এক মাসের বেশি সময় ধরে চলা তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি শুরু হয়েছে দেশের
পূর্বাঞ্চলে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সবচেয়ে বেশি ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায়। বান্দরবানে ৪
মিলিমিটার, কক্সবাজরে ২ মিলিমিটার বৃষ্টি হয়। এছাড়া সিলেট বিভাগে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে।
মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের হার ২৭৭ দশমিক ৩ মিলিমিটার। তবে গত এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৮১ ভাগ কম
বৃষ্টি হয়েছে। ঢাকায় বৃষ্টি কম হয়েছে ৯১ শতাংশ।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত