বেঙ্গল মাল্টিমিডিয়ায় স্বস্তিকার বিপরীতে রাজ

বেঙ্গল মাল্টিমিডিয়ায় স্বস্তিকার বিপরীতে রাজ


ছবি: অনলাইন থেকে সংগৃহীত

কলকাতার বহুল আলোচিত-সমালোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এই নায়িকাকে বাংলাদেশের হিমু আকরামের
‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমায় দেখা যাবে। এতে তার বিপরীতে অভিনয় করবেন শরিফুল রাজ। সিনেমাটি
প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
গত বছরের সেপ্টেম্বরের শুরুতে ছোট পর্দার নির্মাতা হিমু আকরাম ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমার
নায়িকা হিসেবে ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম।সে সময় তাঁর বিপরীতে
কে অভিনয় করবেন, তা জানাতে পারেননি। পরে জানিয়েছিলেন, স্বস্তিকার জন্য নায়ক খোঁজা হচ্ছে। প্রায় আট
মাস পর জানা গেল, স্বস্তিকার জন্য নায়ক পাওয়া গেছে।
নিজের গল্পেই প্রথম সিনেমা বানাবেন হিমু। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ
দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
নির্মাতা বলেন, অনেক লেয়ার আছে আলতাবানু চরিত্রটির। নির্মাতা, গল্পকার হিসেবে তার মনে হয়েছে এখানে একজন
শক্তিশালী অভিনেতা প্রয়োজন। একজন মানুষের তিনটি লুক থাকতে হবে। ওই জায়গা থেকে চরিত্র মেলানো কঠিন। উপযুক্ত
কাউকে খুঁজে পেলে তাকে নেওয়া হবে। অবশেষে শরিফুল রাজকে চরিত্রটির জন্য পারফেক্ট মনে করেছেন নির্মাতা।

সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে মিস্টেরিয়াস গল্পের সিনেমাটির দৃশ্যধারণ হবে বলে জানা গেছে। তারকাবহুল
সিনেমাটিতে স্বস্তিকা-রাজের পাশাপাশি ইরেশ যাকের, মামুনুর রশীদ, সোহেল মণ্ডলসহ অনেকেই অভিনয় করবেন বলে
জানিয়েছেন নির্মাতা।
স্বস্তিকা কামরুল হোসেন রিফাতের পরিচালনায় ‘ওয়ান ইলেভেন’ নামে একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *