ছবি: অনলাইন থেকে সংগৃহীত
বুধবার পর্যন্ত এক সপ্তাহে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে মোট ১০৩০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।
বেনাপোল স্থলবন্দর ও কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, ১৮ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ৩৩টি চাল বোঝাই ট্রাক
স্থলবন্দরে প্রবেশ করেছে।
বেনাপোল চেকপোস্ট প্লান্ট কোয়ারেন্টাইন সেন্টারের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, ২৭ নভেম্বর
পর্যন্ত প্রায় ১০৩০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনটি চাল বোঝাই ট্রাক ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে যা শেষ চালান বলে
ধারণা করা হচ্ছে।
বন্দরের উপ-পরিচালক সজিব নাজিব জানান, বৃহস্পতিবার সকালে বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে
আমদানিকৃত চাল খালাস করেছে।
আরকা ট্রেডিং-এর মালিক মফিজুর রহমান বলেন, সরকার ২০০০ মেট্রিক টন আতপ ও ৩ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল
আমদানির অনুমোদন দিয়েছে এবং এর মধ্যে ১০৫ মেট্রিক টন সেদ্ধ চাল (স্বর্ণা জাতের) ভারত থেকে আমদানি করা হয়েছে।
চৌধুরী অটো রাইস মিলের মালিক রাশেদ চৌধুরী জানান, পাইকারি বাজারে মোটা হাইব্রিড জাতের চালের দাম ৪৬ টাকা এবং
স্বর্ণা জাতের চালের দাম ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।
স্থানীয় বাজারে আমন চাল পাওয়ায় চালের দাম কমতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ঊর্ধ্বমুখী দামের মধ্যে চালের বাজার স্থিতিশীল করার প্রয়াসে সরকার ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয়।
১০ ডিসেম্বরের মধ্যে চাল আমদানি করা হবে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত