ছবি : ইন্টারনেট থেকে সংগ্রহীত
অল্প সময়ের মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের বাপাটলা অতিক্রম করতে পারে বলে মঙ্গলবার সকালে।
এনডিটিভির খবরে বলা হয়, মিগজাউমের প্রভাবে চেন্নাইয়ে ভারি বর্ষণ হয়েছে। বৃষ্টিজনিত কারণে তামিলনাড়ুর
রাজধানীতে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে অন্ধ্র প্রদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে এক থেকে দেড় মিটার
জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলো। রাজ্যের বাপাটলা ও কৃষ্ণ জেলায় ঝড়ের প্রভাব পড়বে সবচেয়ে
বেশি।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মিগজাউম প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উপকূল অতিক্রম করতে পারে।
এতে বাতাসের একটানা গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে
১১০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
অন্ধ্র প্রদেশ সরকার এরই মধ্যে আটটি জেলায় সতর্কতা জারি করেছে। সেগুলো হলো তিরুপতি, নেল্লোর, প্রকাসম,
বাপাটলা, কৃষ্ণ, ওয়েস্ট গোদাভরি, কনাসিমা ও কাকিনাড়া।
এদিকে পুদুচেরির উপকূলীয় এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে সন্ধ্যা ৬টা নাগাদ মানুষের
চলাচলে সতর্কতা আরোপ করা হয়েছে।
তথ্য সূত্র : অনলাইন সংগ্রহীত থেকে