ভুল চিকিৎসায় আমিরের ‘দঙ্গল’কন্যা উনিশেই পরপারে

ভুল চিকিৎসায় আমিরের ‘দঙ্গল’কন্যা উনিশেই পরপারে


ছবি অনলাইন থেকে সংগৃহীত
পরপারে পাড়ি জমালেন মাত্র ১৯ বছর বয়সেই আমির খানের ‘দঙ্গল’ কন্যা সুহানি ভাটনগর। ভারতীয় চলচ্চিত্র জগতে
‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের ‘দঙ্গল’ ছবিতে তার মেয়ে ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন
তিনি।
এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, শনিবার (১৭ ফেব্রুয়ারি)
দিল্লিতে মৃত্যু হয়েছে সুহানি ভাটনগরের। সংবাদ মাধ্যমগুলোর দাবি, ভুল চিকিৎসায় মাত্র ১৯ বছর বয়সেই পৃথিবীর মায়া
ত্যাগ করতে হলো সম্ভাবনাময় এ অভিনেত্রীকে। কিছুদিন আগেই পা ভেঙে যায় অভিনেত্রী সুহানি ভাটনাগরের। তার
চিকিৎসা চলছিল। সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খাওয়ানো হয়েছিল তাকে। ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে
তার শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। আর সেটাই সুহানির এই অকাল মৃত্যুর কারণ। জানা গেছে, চিকিৎসার জন্য বেশ
কিছুদিন ধরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন সুহানি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ফরিদাবাদে তার শেষকৃত্য সম্পন্ন
হয়।
‘দঙ্গল’ ছবিতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। ছবিতে সুপারস্টার আমির খান, সাক্ষী
তানওয়ার, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এছাড়াও বেশকিছু
টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন সুহানি। সীমিত স্ক্রিন টাইমেই সাবলীল অভিনয়ে মুগ্ধ করেছিলেন দর্শকদের।
তথ্যসূত্র অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *