মমতাকে নিয়ে মঞ্চে কী বললেন সালমান

মমতাকে নিয়ে মঞ্চে কী বললেন সালমান


ছবি : ইন্টারনেট থেকে সংগ্রহীত
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে কানায় কানায় পরিপূর্ণ। মঞ্চ যেন চাঁদের হাট। মঙ্গলবার বিকালে নেতাজি
ইন্ডোরে দর্শকদের সামনে একে একে বক্তব্য রাখেন সৌরভ গাঙ্গুলী, শত্রুঘ্ন সিন্হা, সোনাক্ষী সিন্হা, মহেশ ভাট,
অনিল কাপুররা। তবে উদ্বোধনী অনুষ্ঠানের রাশ ধরে রাখলেন সালমান খান।
সাধারণত চলচ্চিত্র উৎসবে আসা বিশিষ্ট অতিথিদের মুখে গুরুগম্ভীর ভাষণ শুনেই অভ্যস্ত দর্শকরা। কিন্তু
ভাইজান তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আপাত গম্ভীর পরিবেশে হাসি ফোটালেন।
শুরুতেই কিছুক্ষণ চুপ থাকার পর সালমান বলেন, ‘আমার আগে যারা বললেন আমাকে রীতিমতো বিপর্যস্ত করে
দিলেন। কারণ তারা আর আমার বলার জন্য কিছুই বাকি রাখলেন না।’
১৩ মে কলকাতার ইস্টবেঙ্গল মাঠে কনসার্ট করেছিলেন সালমান। তখন শহরে এসে মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি। সেই প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে তিনি বলেন, গতবার দিদি অনুরোধ
করেছিলেন। আমি কথা দিয়েছিলাম বলেই আজ এখানে এলাম।
এর পরেই তার ছবির বিখ্যাত সংলাপ ধার করে সালমান বলেন, কারণ একবার আমি কাউকে কথা দিলে তার
পর আমি আর নিজের কথাও শুনি না।
আগের বার কলকাতায় এসে মমতার বাড়িতে গিয়েছিলেন সালমান। মঙ্গলবার এ অভিনেতা বলেন, আমি শুধু
দেখতে চেয়েছিলাম যে, দিদি আমার থেকেও ছোট বাড়িতে থাকেন কিনা। কিন্তু গিয়ে দেখলাম সত্যিই তাই।
অভিনেতা হাসতে হাসতে বললেন, ‘দিদিকে দেখে সত্যিই হিংসে হয়। কারণ দেখলাম, তিনি সত্যিই আমার থেকেও
ছোট একটা বাড়িতে থাকেন।
তথ্য সূত্র : অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *