মাইলি সাইরাসের বিরুদ্ধে গান চুরির অভিযোগে মামলা

মাইলি সাইরাসের বিরুদ্ধে গান চুরির অভিযোগে মামলা

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
গত সোমবার লস অ্যাঞ্জেলেসে মামলা হয় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম রোলিং স্টোন। গান চুরির অভিযোগে মার্কিন গায়িকা
মাইলি সাইরাস, তাঁর সহগীতিকার গ্রেগরি হেইন ও মাইকেল পোলাকের বিরুদ্ধে মামলা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইর্য়ক পোস্ট জানিয়েছে, মার্কিন গায়ক ব্রুনো মার্সের গাওয়া ‘হোয়েন আই
ওয়াজ ইওর ম্যান’ গানটি ২০১৩ সালে প্রকাশিত হয়। এ গানের অংশবিশেষ মাইলির গাওয়া ‘ফ্লাওয়ার্স’ গানে ব্যবহার করেছেন
বলে মামলার এজারে উল্লেখ করা হয়েছে। মাইলির ‘ফ্লাওয়ার্স’ গানটি ২০২৩ সালে প্রকাশিত হয়।
মামলা নিয়ে প্রতিক্রিয়া জানতে মাইলি সাইরাসের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পায়নি মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি।
টেম্পো মিউজিক ইনভেস্টমেন্ট নামে এ কোম্পানির কাছে ‘হোয়েন আই ওয়াজ ইওর ম্যান’ গানের আংশিক স্বত্ব আছে। মাইলি
ছাড়াও সহগীতিকার গ্রেগরি হেইন ও মাইকেল পোলাকের বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি।
অভিযোগ প্রমাণিত হলে মাইলিকে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে।
২০২৩ সালের ১২ জানুয়ারি প্রকাশিত ‘ফ্লাওয়ার্স’ মাইলি সাইরাসের ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় গান। ‘এন্ডলেস সামার
ভ্যাকেশন’ অ্যালবামের গানটি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে ২ দশমিক ৭ বিলিয়নের বেশি স্ট্রিমিং হয়েছে।
‘এন্ডলেস সামার ভ্যাকেশন’ অ্যালবামের গানটি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে ২ দশমিক ৭ বিলিয়নের বেশি স্ট্রিমিং
হয়েছে। গানটির জন্য চলতি বছর রেকর্ড অব দ্য ইয়ার ও সেরা পপ সলো পারফরম্যান্সের গ্র্যামি পুরস্কার জেতেন মাইলি।
তথ্যসূত্র: প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *