মারা গেছেন সাবেক নির্বাচন কমিশনার স. ম. জাকারিয়া

মারা গেছেন সাবেক নির্বাচন কমিশনার স. ম. জাকারিয়া

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
মঙ্গলবার রাত ৪টার সময় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া মারা
গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
মঙ্গলবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করে
জানান, আজ বাদ জোহর নিকুঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের
সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স ম জাকারিয়া ২০০২ সালের ১ এপ্রিল থেকে ২০০৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন সচিব হিসেবে এবং ২০০৬
সালের ১৬ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব
পালন করেন।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *