ছবি: অনলাইন থেকে সংগৃহীত
সম্প্রতি মা হয়েছেন বলিউড দীপিকা পাড়ুকোন। গত ৮ সেপ্টেম্বর) ভারতের দক্ষিণ মুম্বাইয়ে এইচ এন রিলায়েন্স হাসপাতালে এক
কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। যদিও সন্তানের ছবি এখনও প্রকাশ্যে আনেননি তিনি। সন্তান সম্পর্কে তেমন কোনও
তথ্যও প্রকাশ্যে আনেননি। দীপিকাকেও শেষ দেখা গিয়েছে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময়। অবশেষে অভিনেত্রীর মা উজ্জ্বলা
পাড়ুকোন ও বোন অনিশা পাড়ুকোন- দীপিকা ও তার কন্যাকে নিয়ে কথা বলেন।
বর্তমানে সদ্যোজাত সন্তানকে নিয়েই কাটছে অভিনেত্রীর পুরোটা দিনরাত। ৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বাইয়ের হাসপাতালে
কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এখনো সামনে আসেনি দীপিকা-রণবীরের মেয়ের ছবি। হাসপাতাল ছাড়ার সময় শেষবার নতুন
মা–বাবাকে দেখা গিয়েছিল। এরপর তাঁদের সন্তানের তেমন কোনো তথ্য আর সামনে আসেনি। অবশেষে সেই নীরবতাও ভাঙল।
পরিবারের নতুন সদস্য ও তার মা দীপিকাকে নিয়ে কথা বলেছেন অভিনেত্রীর মা উজ্জ্বলা পাড়ুকোন ও বোন অনিশা পাড়ুকোন।
শনিবার রাতে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় নৈশভোজে গিয়েছিলেন দীপিকার মা ও বোন। রেস্তোরাঁ থেকে বের হওয়ার পরই
পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তাঁরা। তারকার মা-বোনকে দেখেই তাঁদের প্রশ্ন, কেমন আছেন দীপিকা ও তাঁর সন্তান?
উত্তরে তাঁরা জানান, ভালো আছে সদ্যোজাত সন্তান ও তাঁর মা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সংসারে নতুন অতিথি আসার খবর দেন দীপিকা ও রণবীর সিং। সঞ্জয় লীলা বানসালির সিনেমা
‘রামলীলা’র সেটে দেখা হয়েছিল এই জুটির। পরে ‘বাজিরাও মাস্তানি’ও ‘পদ্মাবত’ ছবিতেও অভিনয় করেন তাঁরা। দীর্ঘ ছয় বছরের
প্রেমের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে গাঁটছড়া বাঁধেন রণবীর-দীপিকা।
মেয়ে হওয়ার পর থেকে বেশ কয়েকটি রিল ভাগ করেছেন দীপিকা সমাজমাধ্যমে। সবই মাতৃত্বকাল নিয়ে মজার রিল।
প্রসঙ্গত, চলতি বছর গোড়ার দিকে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। দীপিকার
স্ফীতোদর প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল-কন্যা হবে না কি পুত্র! অবশেষে তাঁদের ঘরে এলো ফুটফুটে এক
কন্যা সন্তান।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত