ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তাহসানকে ডিভোর্সের পর ২০১৯ সালের ডিসেম্বরে
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলাকে বিয়ে করেন ভারতের
এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। আছে নেতিবাচক ও ইতিবাচক—সব
প্রসঙ্গই। সৃজিত ও মিথিলার সম্পর্ক নিয়ে নানা লোকে নানা কথা বলে। বলে, তাদের মধ্যে চলছে ঝামেলা!
বিষয়গুলো নিয়ে মিথিলা মুখ খুলেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী হয়েই বেশ ভুগেছেন তিনি। সৃজিতের বউ, একথা
তাঁকে বহুবার শুনতে হয়েছে। তাতেই আপত্তি মিথিলার! তিনি বলেন, ‘ওকে কেউ বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করে
না। কিন্তু আমায় করে। বাংলাদেশেও সবাই সৃজিতকে চেনে ভারতের পরিচালক হিসেবে। আর আমায় ওর বউ
হিসেবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি অভিনেত্রী, অভিনয় করি, পিএইচডি করছি! এগুলো কি আমার নিজের
পরিচয় হওয়ার জন্য যথেষ্ট নয়?’
‘দশম অবতার’র পর ‘অতিউত্তম’ ছবির মাধ্যমেই আবার সিলভার স্ক্রিনে ফিরেছেন সৃজিত মুখোপাধ্যায়।
মহানায়ক উত্তম কুমারকে দীর্ঘ ৪২ বছর পর আবারও পর্দায় ফিরিয়ে এনেছেন। তাতেও বেশ বাহবা পাচ্ছেন তিনি।
অন্যদিকে ঈদে আসছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ও মিথিলা অভিনীত ‘কাজলরেখা’।
মুক্তি পেতে চলেছে রাফিয়াত রশিদ মিথিলার নতুন ছবি ‘ও অভাগী’। সেই ছবির প্রিমিয়ারের পাশাপাশি সৃজিত
মুখোপাধ্যায়ের ‘অতি উত্তম’ ছবির প্রিমিয়ারের জন্য কলকাতায় রয়েছেন মিথিলা।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত