মিললো অনুমতি, ভারতের সঙ্গে বাংলাদেশেও ‘ফাইটার’

মিললো অনুমতি, ভারতের সঙ্গে বাংলাদেশেও ‘ফাইটার’


ছবি: অনলাইন থেকে সংগৃহীত
আগামী ২৫ জানুয়ারি দেশের সিনেমা হলে হৃতিককে রোশন পাওয়া যাবে ‘ফাইটার’ ছবির সুবাদে। এবার হৃতিকের নতুন
ছবিটি নিয়ে আসছেন।লাইন ধরে দেশের প্রেক্ষাগৃহে ঢুকছেন বলিউড তারকারা। শাহরুখ খান দিয়ে শুরু, পরে সালমান খান
ও রণবীর কাপুর এলেন। খবরটি নিশ্চিত করলেন ঢাকার নির্মাতা ও পরিবেশক অনন্য মামুন। তার উদ্যোগেই দেশে হিন্দি
ছবির আমদানি শুরু হয়েছে গেলো বছর।

মামুন বললেন, “আজ (২১ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র পেয়েছি। ফলে ‘ফাইটার’ নিয়ে বড় কোনও প্রতিবন্ধকতা
আর নেই।এবার আসছেন গ্রিক গড খ্যাত হৃতিক রোশন। কেবল সেন্সর বাকি, সেটাও দ্রুত হয়ে যাবে। ২৫ জানুয়ারি ভারত
ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের দর্শকও ছবিটি দেখতে পারবেন।”
‘ফাইটার’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে হৃতিক রোশনের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর,
করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, আশুতোষ রানা প্রমুখ। ২৫০ কোটি রুপি বাজেটে ছবিটি প্রযোজনা করেছে ভায়াকম১৮
স্টুডিওস।
জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস,অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে, রবিবার (২১ জানুয়ারি) দুপুর নাগাদ ভারতে ৬০ হাজারের বেশি
টিকিট বিক্রি হয়েছে বলে আগামী কয়েক দিনের মধ্যে এই সংখ্যা চমকপ্রদ আকার ধারণ করবে বলে মনে করছেন বক্স অফিস
বিশ্লেষকরা। এদিকে ভারতে ছবিটি ঘিরে দর্শকের মনে বেশ আগ্রহ।
ঢাকার নির্মাতা ও পরিবেশক অনন্য মামুন বললেন,চমকপ্রদ তথ্য দিলেন মামুন, এত দিন হিন্দি ছবিগুলো টু-ডি ভার্সনে মুক্তি
পেয়েছে। এবার ‘ফাইটার’র মাধ্যমে যুক্ত হচ্ছে থ্রি-ডি ভার্সনও। অবশ্য থ্রি-ডি ভার্সন কেবল মাল্টিপ্লেক্সগুলোতেই দেখা যাবে।
কারণ, সিঙ্গেল স্ক্রিনে এই প্রযুক্তি এখনও আসেনি।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *