ছবি: অনলাইন থেকে সংগৃহীত
নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সব দলই দুটি করে ম্যাচ খেলবে। এই
দুই রাউন্ডের পর অনেকটাই স্পষ্ট হয়ে যাবে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে কোন দলকে কী করতে হবে বাকি ছয় ম্যাচে।
বাংলাদেশের আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের আজকের রাতটা নির্ঘুম কাটার কথা। দুই দলেরই যে বিশ্বকাপ বাছাইপর্বের
ম্যাচ আছে। ব্রাজিল মাঠে নামবে বাংলাদেশ সময় রাত তিনটায়, প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ওই ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই
ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। রাত-ভোর তো ফুটবলেই কাটবে
ফুটবলপ্রেমীদের।
ব্রাজিলের জন্য এ সপ্তাহটা শঙ্কা দূর করার। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এ মুহূর্তে আছে পয়েন্ট তালিকার চারে। ১০ ম্যাচে
১৬ পয়েন্ট দলটির। এই উইন্ডোতে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। অক্টোবরের মতো নভেম্বরেও দুটি ম্যাচই
জিতলে পয়েন্ট তালিকার দুইয়ে ওঠার সম্ভাবনা আছে দরিভালের দলের।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত