যাত্রাবাড়ীতে পিকআপে সংঘর্ষে নিহত ২

যাত্রাবাড়ীতে পিকআপে সংঘর্ষে নিহত ২


ছবি: অনলাইন থেকে সংগৃহীত

৫ মে রোববার রাত পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর মাতুয়াইল মা ও শিশু
হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ
দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দুজনকে মৃত ঘোষণা
করেন চিকিৎসক।
মৃত দুজন পিকআপের চালক বাবুল চিশতী (৪৫) শরীয়তপুরের গোসাইরহাট থানার সামন্তসাহা গ্রামের বাসিন্দা। তিনি
মাতুয়াইলে মৃধাবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন এবং অপর জনের নাম কবির হোসেন বেপারী
(৪৮)।

পথচারী তরিকুল ইসলাম জানান, মধ্যরাতে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইলে মেডিক্যালের সামনে ইউটার্ন নেয়ার সময়
পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে দুইজন গুরুতর আহত হন। পরে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে
গেলে চিকিৎসক ভোরে দুজনকে মৃত বলে জানান।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, রাত ২টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের
সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যান ইউটার্ন নিচ্ছিল। তখন তুহিন পরিবহনের একটি বাস পিকআপ
ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি পাশে খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে
নিহত কবির হোসেন বেপারীর স্ত্রী নাসরিন বেগম ঢামেক হাসপাতালে গিয়ে তার স্বামীর মরদেহ শনাক্ত করেন।
ঢামেক পুলিশ ইনচার্জ বলেন, ‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ
বিষয়ে যাত্রাবাড়ী থানা আগের থেকেই অবগত আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *