ছবি: অনলাইন থেকে সংগৃহীত
ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সরিফুল রাজ অভিনীত ‘ওমর’। শুক্রবার যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে
মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমাটি।
সিনেমাটি নিউইয়র্ক, ডালাস, শিকাগো, সান ফ্রান্সিসকো, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন সহ মার্কিন যুক্তরাষ্ট্রের
২০ টি রাজ্যে প্রেক্ষাগৃহে হিট করবে। এছাড়া কানাডার টরন্টো, অটোয়া, মন্ট্রিল এবং ক্যালগারিতে ১০ মে থেকে মুক্তি পাবে
‘ওমর’।
জানা গেছে, আগামী মে মাসের শেষ দিকে সৌদি আরব, দুবাই ও মধ্যপ্রাচ্যের আবুধাবিতেও ছবিটি মুক্তি পাওয়ার কথা
রয়েছে।
ছবিটি দেশের বাইরে পরিবেশন করছে আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস।
সরিফুল রাজের পাশাপাশি, “ওমর”-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন টলিউড অভিনেত্রী দর্শনা বনিক, শহীদুজ্জামান সেলিম,
রোজি সিদ্দিক, ফজলুর রহমান বাবু, আরফান মৃধা শিবলু এবং আবু হুরায়রা তানভীর।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। মাস্টার কমিউনিকেশনের ব্যানারে ছবিটি
প্রযোজনা করেছেন খোরশেদ আলম।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত