ছবি: অনলাইন থেকে সংগৃহীত
শনিবার (৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন রমজানের জন্য বাংলাদেশিদের ভারতীয় ভিসার আবেদনের ক্ষেত্রে
সময়ে পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা আবেদন সেন্টার। আগামী ১২ মার্চ থেকে রাজধানীর যমুনা ফিউচার
পার্কের ভিসা আবেদন সেন্টারে নতুন নিয়মে প্রতিবেশী দেশটিতে যেতে ভিসার আবেদন গ্রহণ করা হবে।
বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে তাদের বিকেল সাড়ে ৩টার আগে আইভ্যাক জেএফপিতে
পৌঁছানোর জন্য অনুরোধ করেছে হাইকমিশন।
বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক)
আছে। সেগুলো হলো- ঢাকা (যমুনা ফিউচার পার্ক ), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,
রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়া আইভ্যাক। রাজধানীতে যমুনা ফিউচার
পার্কে রয়েছে সবচেয়ে বড় ভারতীয় ভিসা আবেদন সেন্টার।
গত বছরও রমজান উপলক্ষ্যে নতুন সময়সূচি ঘোষণা করেছিল ভারতীয় হাইকমিশন।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহীত