গত ২৩শে আগষ্ট, ২০২৪ ইং ৪/২ ড্যাফডিল প্লাজা সোবহানবাগ, ধানমন্ডির গ্রীন র্গাডেন রেস্টুরে›টে “হ্যাভেন ট্যুরস এন্ড
রিসোর্ট লিমিটেড” এর সকল ডিরেক্টর, শেয়ার হোল্ডার এবং সুবানুধ্যায়ীদের নিয়ে ৯ম বার্ষিক সাধারণ সভায় মিলনমেলার
আয়োজন করা হয় । সকলকে স্বাগত জানিয়ে সভা শুরু করেন কোম্পানি সম্মানিত চিফ অপারেটিং অফিসার জনাব মাসুদ পারভেজ,
বক্তব্য রাখেন সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ মোকলেছুর রহমান, সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাবা নাজমা মোস্তফা,
সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আমিনুল ইসলাম চৌধুরী , সম্মানিত উপদেষ্টা জনাব কাজী জাহিদুল ইসলাম ,সম্মানিত
উপদেষ্টা জনাব এ. কে. মাসুদ আহম্মেদ , সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এস. এম. ময়েজউদ্দিন চুন্নু , সম্মানিত
নির্বাহী পরিচালক এবং উপদেষ্টা এজিএম আয়োজক কমিটি জনাব সাইদুল করিম , প্রোগ্রাম চেয়ারম্যান চন্দন কুমার দেব ,
উপদেষ্টা এজিএম আয়োজক কমিটি জনাব মোজাম্মেল হোসেন , সম্মানিত উপদেষ্টা এজিএম আয়োজক কমিটি জনাব দস্তগীর
আদিলসহ প্রমুখ । কোম্পানির পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রোগ্রাম চেয়ারম্যান চন্দন কুমার দেব , ডিরেক্টর
জনাবা মুনিরা সুলতানা, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এস. এম. ময়েজউদ্দিন চুন্নু ।৯ বছরের হ্যাভেন ট্যুরস এন্ড রিসোর্ট
লিমিটেড এর প্রামান্য চিত্র ্উপস্থাপন করেন জেনারেল ম্যানেজার কাইজা কেজাং ডেমা । হ্যাভেন রির্সোট ডকুমেন্টারি
উপস্থাপন করেন সম্মানিত ডিরেক্টর জনাব গোলাম মাহমুদ। গত ১ বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সম্মানিত
কোম্পানি সচিব জনাব আল-আমিন তালুকদার । বার্ষিক হিসাব বিবরণী উপস্থাপন করেন সম্মানিত চিফ ফাইন্যান্স অফিসার
জনাব মোঃ বিন কাশেম খোকন । আগামী ১ বছরের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন সিনিয়র এক্সিকিউটিভ জনাবা মহুয়া
রহমান ।আগামী ৫ বছরের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন সিনিয়র সহকারী ব্যবস্থাপক জনাবা সাদিয়া জামান খান
।বন্যার্দূগতদেও জন্য ত্রান প্রস্তাব ঘোষনা করেন সিনিয়র এক্সিকিউটিভ জনাবা মহুয়া রহমান ঘোষনায় বলা হয়,কোম্পানির
সকল কর্মচারী , কর্মর্কতাবৃন্দ ও শেয়ারহোল্ডার ডিরেক্টরগন ফেনীতে বর্নাদূর্গতদের মাঝে ১ দিনের সমপরিমান বেতনের
অর্থ প্রদান করবেন। ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য প্রদান করেন প্রধান প্রশাসনিক কর্মর্কতা জনাব কাজী মাহতাব উদ্দিন ।
সমাপনী বক্তব্য প্রদান করেন সম্মানিত নির্বাহী পরিচালক এবং উপদেষ্টা এজিএম আয়োজক কমিটি জনাব সাইদুল করিম।
পরিশেষে সকলে নৈশভোজ উপভোগ করেন।