ছবি : ইন্টারনেট থেকে সংগ্রহীত
দারুণ গোলে লেবাননকে রুখে দিল বাংলাদেশ ফুটবল দল। বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চল থেকে ‘আই’ গ্রুপের
ম্যাচে লেবাননের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।
মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে প্রথমার্ধেও
বাংলাদেশ ভালো খেলেছে। কিন্তু গোল মিসের মহড়ায় এগিয়ে যেতে পারেনি। দ্বিতীয়ার্ধে রক্ষণ আর গোলরক্ষক
শ্রাবণের ভুলে ৬৭ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
৬৭ মিনিটে লেবাননকে এগিয়ে দেন মাজেদ উসমান। তবে সে গোল শোধ করতে খুব একটা সময় নেয়নি
বাংলাদেশ। বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে ৭২ মিনিটে দলকে সমতায় ফেরান মোরছালিন। এরপর
আর কোনো গোল না হওয়ায় ড্রয়ে মীমাংশা হয় ম্যাচটি।
গত ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে হারে জামাল ভূঁইয়ারা।
সেই ম্যাচের একাদশে খেলা চারজনকে পরিবর্তন করে আজ লেবাননকে মোকাবেলা করে
তথ্য সূত্র : অনলাইন থেকে সংগ্রহীত