ছবি : ইন্টারনেট থেকে সংগ্রহীত
সেনেগালের হয়ে অন্যরকম সেঞ্চুরি করেছেন দলটির তারকা ফুটবলার সাদিও মানে।
সেনেগালের হয়ে একশটি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়া সাদিও মানেকে কেক কেটে অভিনন্দন
জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোসহ তার ক্লাব আল-নাসেরের সতীর্থরা।
গত শনিবার সেনেগালের স্টেড মি আবদুলায়ে ওয়াদে স্টেডিয়ামে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম
ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক সেনেগাল বনাম দক্ষিণ সুদান। সেই ম্যাচে দক্ষিণ সুদানকে ৪-০ গোলের ব্যবধানে
পরাজিত করে সেনেগাল। ম্যাচে ৬ ও ৫৬ মিনিটে জোড়া গোল করেন মানে।
সাদিও মানে লিভারপুলের সাবেক তারকা। গত গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ থেকে ৩৪ মিলিয়নে সৌদি আরবের ক্লাব
আল-নাসেরে যোগ দেন। তিনি সেনেগালের হয়ে ইতোমধ্যে ১০১ ম্যাচ খেলে দেশের হয়ে সর্বোচ্চ ৪০টি গোল
করেছেন।
তথ্য সূত্র : অনলাইন থেকে সংগ্রহীত