শনিবার মহিলা সমিতিতে ‘টিনার তালোয়ার’

শনিবার মহিলা সমিতিতে ‘টিনার তালোয়ার’

ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
আজ সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতিতে ‘টিনার তালোয়ার’ শিরোনামে তাদের নতুন
প্রযোজনা মঞ্চস্থ করবে নাট্যদল প্রাঙ্গোনমোর।

উৎপল দত্তের জনপ্রিয় নাটক ‘টিনার তালোয়ার’ অবলম্বনে এটি পরিচালনা করেছেন অনন্ত হীরা।
পরিচালকের মতে, নাটকটি নাট্যকর্মী ও তাদের চলমান যুদ্ধের অস্ত্র। “টিনার তালোয়ার” একটি নাটকের মধ্যে
একটি নাটক। নাটকটিতে একজন মানুষের মানুষ হওয়ার, শিল্পী হওয়ার প্রয়াস দেখানো হয়েছে।
নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হীরা, আউয়াল রেজা, সবুকতোগিন শুভ, শিমন্ত আমিন, মশিউর রহমান,
সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরকার, গুলশান বোহনী, তমা হোসেন, ফাহিম
মুনতাসির প্রমুখ।
মঞ্চের ডিজাইন করেছেন ফয়েজ জহির, লাইট ডিজাইন করেছেন ঠান্ডু রায়হান জয়। নাটকটির সংগীতায়োজন
করেছেন শিশির রহমান। নাটকটির পোশাক ডিজাইন করেছেন নূনা আফরোজ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) উপলক্ষে ‘টিনার তালোয়ার’ নাটকটির প্রিমিয়ার
করেছে প্রাণোনমোর।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *