ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২ শিক্ষাবর্ষের
মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা । এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জিএসটি কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৯৪ হাজার ৬৩১ জন শিক্ষার্থী
আবেদন করেছেন। শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই
সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা
সম্পন্নের জন্য জিএসটি কর্তৃপক্ষ প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। দেশজুড়ে তাপপ্রবাহ চলমান। যেহেতু শিক্ষার্থীরা তাঁদের
সুবিধা অনুযায়ী নিকটবর্তী কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সেহেতু এবার আমরা অভিভাবকদের কেন্দ্রে না আসার
জন্য অনুরোধ জানাচ্ছি- বলেন, গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত