সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচারের বাধা কেটে গেছে : স্থানীয় সরকার উপদেষ্টা

সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচারের বাধা কেটে গেছে : স্থানীয় সরকার উপদেষ্টা


ছবি: অনলাইন থেকে সংগৃহীত
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তন অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ
হাসান আরিফ বলেন, সাংবাদিক সাগর–রুনি হত্যাকাণ্ডের বিচারের সব বাধা কেটে গেছে । তিনি বলেন, দ্রুতই
আমরা এ ঘটনায় জড়িত ঘাতকদের শনাক্ত ও বিচার দেখতে পারবো।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ক্র্যাব বেস্ট রিপোর্টিং
অ্যাওয়ার্ড ২০২৪’প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপদেষ্টা হাসান আরিফ বলেন, আমার প্রত্যাশা সাগর–রুনি হত্যার বিচার এবার আমরা পাবো। যে বাধা ছিল, আমার
বিশ্বাস সেই বাধা দূর হয়ে গেছে। আপনারা (সাংবাদিকরা) যদি সোচ্চার হন আমরা সাগর–রুনি হত্যার বিচার পাবো। যেমন
বিগত ১৭ বছরে যে নির্যাতন ও অপরাধ হয়েছে সেই অপরাধীদের বিচারও আমরা দেখতে পারবো। আপনাদের (সাংবাদিক)
ক্যামেরা, লেখনীর মাধ্যমে সব নির্যাতনের কথা উঠে আসবে। তিনি আরও বলেন, আগে গণঅভ্যুত্থান ও বিপ্লব হতো
ঢাকাকেন্দ্রিক। কিন্তু এবারের গণঅভ্যুত্থানে প্রকৃত অর্থে গণজোয়ার। শুধু ঢাকা শহর নয়, মাঠে–ঘাটে এবং গ্রাম অঞ্চলেও
গণজোয়ার এসেছে। অনেকে মনে করেন গণঅভ্যুত্থানের বিপ্লব ফুরিয়ে গেল নাতো। আমি বলতে চাই, বিপ্লব এখনও ফুরিয়ে
যায়নি। মানুষ সংস্কার চায়, সেগুলো চলতে থাকবে।
উপদেষ্টা বলেন, গত ২৩ জুলাই আপনাদের এ অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল বলে শুনলাম। কিন্তু আজকে যে কথা বলতে
পারবেন, ২৩ জুলাই বলতে পারতেন না। কারণ টেলিভিশন পর্দায় ও আপনাদের মুখে এক অদৃশ্য কসটেপ দেওয়া থাকতো।
এখন আর সেই কসটেপ নেই, যা মন চায় আপনারা বলতে পারেন।
উপদেষ্টা বলেন, এবারের গণঅভ্যুত্থানের গণজোয়ার গ্রামেও এসেছে। এর ফলস্বরূপ ইউনিয়ন পর্যায়ের
মেম্বাররাও পলাতক। কারণ তাদের নির্যাতনের কারণে গ্রামের মানুষ অতিষ্ঠ ছিলো। এই মানুষদের সামনে
দাঁড়ানোর সাহস তাদের নেই। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ১৭ বছরের নির্যাতন অত্যাচারের পর যখন
দরজা খুলে যায়, গণজোয়ার আসে তখন অনেক দুর্ঘটনা ঘটে। তবে সেরকম কিছু ঘটেনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্র্যাব সাধারণ সম্পাদক
সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মাইনুল ও র‌্যাবের আইন ও
গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *