ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
একজন সফল ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে সাবিলা নূর এই সময়ে তার অভিনয় জীবনের তুঙ্গে। তার অভিনয়ের প্রতি দর্শকের
এত ভালোবাসা যে, পরিচালক-প্রযোজকদের স্বার্থে পুরো মাস কাজ করে শুটিংয়ে ব্যস্ত থাকতে পারেন তিনি।
তবে শুধু ভালো গল্পেই অভিনয়ে দৃঢ়প্রতিজ্ঞ সাবিলা নূর অপেক্ষা করছেন ভালো গল্পের।
সম্প্রতি আসন্ন ঈদুল আজহায় তিনটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। নাটকগুলো হলো- অনন্য ইমন পরিচালিত ‘দুশীতো আই
শোররে’, রাগীব পিয়ালের মক্রোশা এবং মুরসালিন শুভর ‘রাত বাকি’।
দুটি নাটকে তাকে শমল মাওলা এবং সুদীপ বিশ্বাস দীপের বিপরীতে দেখা যাবে এবং একটি বিশ্ববিদ্যালয়ের নাট্য শিল্পীদের
দ্বারা একটি নাটক পরিবেশন করা হবে।
নাটকে অভিনয় প্রসঙ্গে সাবিলা নূর বলেন, সবগুলো নাটকের গল্পই খুব ভালো। আমি প্রকল্পগুলো নিয়ে আশাবাদী। আমি যেমন
ভালো গল্পের জন্য অপেক্ষা করি, তেমন ভালো গল্প পেলে অভিনয় করি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি চরিত্র অনুযায়ী
নিজেকে ফুটিয়ে তুলতে এবং পরিচালকরাও অত্যন্ত যত্ন নিয়ে নাটক নির্মাণ করেছেন। আশা করি, দর্শক নাটকগুলো উপভোগ
করবেন।”
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত