সিডনিতে বাংলা নববর্ষ উদযাপন

সিডনিতে বাংলা নববর্ষ উদযাপন


ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত

সিডনিতে বাংলা ভাষাভাষীদের সংগঠন ‘শঙ্খনাদ’ প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষ
উদযাপন করেছে। এই দিনটি উপলক্ষে গ্লেনফিল্ড কমিউনিটি হলে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার আবহ তৈরি করা হয়।

সেখানে মঙ্গল শোভাযাত্রায় শতাধিক বাংলা ভাষাভাষী অংশগ্রহণ করেন। সবার হাতে ছিল বিভিন্ন রঙের বৈশাখী মুখোশ,
উৎসবী পোস্টার ও নকশা।

বাংলা নববর্ষের এই আয়োজনে ছিল বৈশাখের গান, দলীয় সঙ্গীত, গণজাগরণের গান, কবিতা আবৃত্তি এবং নাচ।
আয়োজকরা জানান, বাংলা নববর্ষ উৎসব পালন আমাদের সংস্কৃতি এবং ঐতিহাসিক পরিচয়কে প্রতিষ্ঠা করে। অতিথিরা
বলেন, এই উৎসবে বাঙালির জনগণের গর্ব ও ঐক্যের বিষয়ে সকলের একসাথে পথ চলা নিশ্চিত করে।
শঙ্খনাদ পরিচালনা কমিটি সকলের সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও আগামী বছরে বাংলা নববর্ষ
এবং “মঙ্গল শোভ যাত্রা” উদযাপনের প্রতিশ্রুতি জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *