সিনেমার ১৮ বছরে পা দিলেন দেব

ফিল্মফেয়ার সেরার পুরস্কার পেলেন আলিয়া-রণবীর

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
বাংলা সিনেমার জগতে ১৮ বছর পার করে ফেললেন অভিনেতা দেব। আর এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম তিনি
লিখেছেন, “হ্যালো সবাই, অবশেষে আজ প্রাপ্তবয়স্ক হলাম।”
১৮ বছর উপলক্ষে করা পোস্টটিতে নিজের প্রথম সিনেমা ২০০৬ সালে মুক্তি পাওয়া “অগ্নিশপথ” এর পোস্টারও শেয়ার
করেছেন তিনি।
দেব লিখেন, “অবশেষে আজ প্রাপ্তবয়স্ক হলাম। মানে ইন্ডাস্ট্রিতে ১৮ বছর হলো আরকি! বছরের পর বছর ধরে ভালোবাসা,
সমর্থন ও আশীর্বাদ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি জানি না এটা প্রতিবছর করা সম্ভব কি না, কিন্তু এই বছর এই
দিনে বিশেষ কিছু আছে আপনাদের জন্য।”
দেবের পুরো নাম দীপক অধিকারী। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা তাঁর। ইন্ডাস্ট্রিতে একের পর এক সুপারহিট উপহার
দিয়েছেন তিনি।

বিগত কয়েক বছরে টালিউডে যে কটি হিট এসেছে, তার অধিকাংশই দেবের কাছ থেকে। কয়েক বছর ধরেই অভিনয়ের সঙ্গে
প্রযোজনাতেও যুক্ত হয়েছেন দেব। তাঁর প্রযোজিত সিনেমা প্রশংসিত হয়েছে সমালোচক মহলে, পেয়েছে ব্যবসায়িক সাফল্যও।
দেবের শেষ সিনেমা “প্রধান” ও হিট হয়েছে। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। ইতিমধ্যেই পাঁচ
কোটি রুপির বেশি আয় করে ফেলেছে “প্রধান”।
২০২৪ সালে দেবের দুটি সিনেমা মুক্তির কথা রয়েছে, “খাদান” ও “টেক্কা”। ২০১৬ সালে সৃজিতের পরিচালনায় “জুলফিকার”
ছবিতে কাজ করেছিলেন দেব। তারপর কেটে গেছে সাত বছর। আবার “টেক্কা”দিয়ে এক হচ্ছেন তাঁরা।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *