হবিগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেটের কারাদণ্ড

হবিগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেটের কারাদণ্ড


ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী ও তার এক সহযোগীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ড দেয়ার পরপরই তাদেরকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। ভুয়া ম্যাজিস্ট্রেট
পরিচয়দানকারী নারী আলেমা আক্তার (২৫) জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের জুগুর আলীর কন্যা। সহযোগী
রাকিব মিয়া (১৯) একই গ্রামের সাগর আলীর পুত্র।

তাদের উভয়কেই ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়।
জানা যায়, মঙ্গলবার বিকেলে বানিয়াচং উপজেলা সদরের নতুন বাজারে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ব্যবসায়ীদের নিকট
থেকে অর্থ আদায় করছিলেন আলেমা আক্তার নামে ওই নারী। বিষয়টি সাধারণ ব্যবসায়ীরা বুঝতে পেরে অভিযুক্তদেরকে
আটক করেন। পরে সন্ধ্যায় বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে
অভিযুক্তদেরকে কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো সাইফুল ইসলাম।

তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *