হাইকোর্টে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

হাইকোর্টে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

ছবি: অনলাইন থেকে সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগের ১১টি মামলা বাতিল করেছেন
হাইকোর্ট।
বুধবার (৩০ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রাষ্ট্রদ্রোহের মামলার বিষয়ে এই আইনজীবী বলেন, ‘সরকারের অনুমতি না নিয়ে কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা যায়
না। যে মামলাটি আজ হাইকোর্ট বাতিল করেছেন, এই মামলাটি করার ক্ষেত্রে সরকারের কোনো অনুমতি ছিল না। অনুমতি না থাক
সত্ত্বেও বেগম খালেদা জিয়াকে এই মামলায় সম্পৃক্ত করে অভিযোগ পত্র দিয়েছে।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল। আদালতে উপস্থিত
ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম,
অ্যাডভোকেট জাকির হোসেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি
করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন মেহেদী। মহানগর দায়রা জজ আদালতে মামলাটি বিচারাধীন ছিল বলে
জানিয়েছেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *