হাসপাতালে কেমন আছেন অভিনেতা সব্যসাচী

হাসপাতালে কেমন আছেন অভিনেতা সব্যসাচী


ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
মঙ্গলবার রাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় অস্ত্রোপচার করে শরীরে
পেসমেকার বসানো হয়েছে।
শুরু থেকেই সব্যসাচীর পরিবার তাঁর অসুস্থতাকে প্রকাশ্যে আনতে চায়নি। যদিও বুধবার সকালে অভিনেতার স্ত্রী মিঠু
চক্রবর্তী আনন্দবাজার অনলাইন বলেন, ‘আমি এখন খুব ব্যস্ত। ও বেলায় গিয়ে পরিস্থিতি দেখে তার পর মন্তব্য করব।’
সব্যসাচীর পরীক্ষার পর হার্টে ব্লকেজ পাওয়া যায়। চিকিৎসকেরা পেসমেকার বসানোর পরামর্শ দেন। সেই মতো বুধবার
সন্ধ্যায় অভিনেতার অস্ত্রোপচার হয়। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার চিকিৎসকেরা পরবর্তী
সিদ্ধান্ত নেবেন।
সম্প্রতি পুত্র গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের সন্তান ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী। নিজে দাঁড়িয়ে
থেকে সব কিছুর তদারকি করেছেন। নাতির সঙ্গে সময় কাটাতে যে পছন্দ করেন সব্যসাচী, সে কথাও এর আগে
আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন গৌরব। কিন্তু নাতির এই অনুষ্ঠানের পরই আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন।
সম্প্রতি পুত্র গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের সন্তান ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী।
নিজে দাঁড়িয়ে থেকে সবকিছুর তদারকি করেছেন। নাতির সঙ্গে সময় কাটাতে যে পছন্দ করেন সব্যসাচী, সে
কথাও এর আগে জানিয়েছিলেন গৌরব। আপাতত সব্যসাচীর শারীরিক অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীদের
একাংশ।
বাংলাদেশের একটি সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন আর অভিনয় করবেন না । তবে পরে তিনি জানান,
তার বক্তব্যের অন্য মানে বের করা হয়েছে। অভিনয় কম করলেও তিনি যে অবসর নেননি, সে কথাও স্পষ্ট
করেছিলেন এই অভিনেতা।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *