হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী


ছবি অনলাইন থেকে সংগৃহীত

শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে শনিবার(১০ ফেব্রুয়ারি) মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতাল
কর্তৃপক্ষ জানাল, স্ট্রোক করেছিলেন এই অভিনেতা। একাধিক শারীরিক জটিলতা রয়েছে মিঠুন চক্রবর্তীর।
অভিনেতার এমআরআই‍‍ করেন চিকিৎসকরা । আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি
হাসপাতালে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের অধীনে ভর্তি আছেন।
পরীক্ষায় দেখা গেছে, মিঠুনের ইস্কিমিক স্ট্রোক হয়েছে। অর্থাৎ মস্তিষ্কের রক্তবাহিকায় ব্লকেজের কারণে মস্তিষ্কের
কিছু অংশে রক্ত সরবরাহ বিঘ্নিত হচ্ছিল। হাসপাতালে সেই ব্লকেজ গলিয়ে দেওয়ার ওষুধ দেওয়া হয়েছে।
জানা গেছে, শারীরিক দুর্বলতা নিয়ে ভর্তি হলে মিঠুনের প্রয়োজনীয় ল্যাবরেটরি, রেডিওলোজি ও এমআরআই
টেস্ট করা হয়। টেস্টের রিপোর্টে ব্রেনের স্ট্রোক ধরা পড়ে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

অভিনেতা মিঠুন চক্রবর্তী কলকাতায় থেকে তার আগামী সিনেমা ‘শাস্ত্রী’র শুটিং করছিলেন। এই সিনেমাটি জ্যোতিষশাস্ত্রের
ওপর ভিত্তি করে বানানো হচ্ছে। সিনেমাটির পরিচালনা করছেন পথিকৃৎ বসু। প্রযোজনার দায়িত্বে সোহম চক্রবর্তীর
প্রযোজনা সংস্থা। এখানে মিঠুনের সঙ্গে দীর্ঘ ১৬ বছর পর দেবশ্রী রায়কে দেখা যাবে।
এর আগে অভিনেতা মিঠুনকে শেষবার ‘কাবুলিওয়ালা’ সিনেমাতে দেখা গিয়েছিল। সুমন ঘোষ পরিচালিত সেই সিনেমাতে
রহমতের চরিত্রে ধরা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী।
জানা যায়, ১০ ফেব্রুয়ারি শনিবার কলকাতাতে ‍‍ সিনেমায় মিঠুন শুটিং করছিলেন, সকাল ১০টার দিকে অসুস্থবোধ করেন
তিনি। এরপর দ্রুত তাকে শহরের বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

তথ্যসূত্র অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *