আন্তর্জাতিক
ছবি অনলাইন থেকে সংগৃহীত
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট হিজবুল্লাহকে সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধ শুরু করলে গাজার মতো লেবাননেও ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে।
ইসরায়েলের উত্তর সীমান্তে অবস্থানরত সৈন্যদের উদ্দেশে গ্যালান্ট বলেন, হিজবুল্লাহ যদি এখানে এ ধরনের ভুল করে, তাহলে যারা এর মূল্য পরিশোধ করবে তারা হবে প্রথম ও সর্বাগ্রে লেবাননের নাগরিক।
তিনি বলেন, ‘আমরা গাজায় যা করছি, বৈরুতেও করতে পারি। ’
এদিকে শনিবার যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো বক্তব্য দেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ।
বক্তব্যে তিনি বলেন, আমরা একটি দৃঢ়তা, ধৈর্য্য এবং সামস্টিক সাফল্যের যুদ্ধের মধ্যে রয়েছি। শত্রুদের পরাজিত করতে সময় প্রয়োজন। গাজা যুদ্ধে ইসরায়েলের উল্লেখযোগ্য অর্জন নেই বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যসূত্র অনলাইন থেকে সংগৃহীত