ছবি : ইন্টারনেট থেকে সংগ্রহীত
রাজধানীর ডেমরায় রাবেয়া আক্তার কলি (২৩) নামের তালাকপ্রাপ্ত এক নারীকে হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত
মানহানিকর ও আপত্তিজনক লেখা পাঠানোর অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে।
এ ঘটনায় কলি বৃহস্পতিবার রাতে ডেমরা থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন। মামলায় সাবেক
স্বামী মেরাজুল ইসলাম মেরাজকে (৫২) একমাত্র আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ মেরাজকে গ্রেফতারের
চেষ্টা করছে। কিন্তু এখনো তাকে গ্রেফতার করা যায়নি।
মেরাজ নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার পাঁচরুখী গ্রামের ওয়াসি রহমানের ছেলে।
ডেমরা থানার পরিদর্শক (অপারেশ) সুব্রত কুমার পোদ্দার জানান, বছরখানেক আগে মেরাজের সঙ্গে কলির বিয়ে
হয়। ৩ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদের পরও মেরাজ কলিকে মোবাইল ফোনে ও
হোয়াটসঅ্যাপে নানা রকম আপত্তিকর কথা বলে বিরক্ত করতে থাকেন। এ ঘটনায় বিরক্ত হয়ে কলি থানায়
মেরাজের বিরুদ্ধে মামলা করেছেন।