হ্যাভেন ট্যুরস এন্ড রিসোর্ট লিমিটেড এর আঞ্চলিক জেলাভিত্তিক প্রথম জুম মিটিং অনুষ্ঠিত ২৩/০৪/২০২৪ ইং রোজ:
মঙ্গলবার এ মিটিংয়ে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব মোখলেসুর রহমান কোম্পানির সম্মানিত
ডিএম ডি এস এম ময়েজ উদ্দিন চুন্নু আরো উপস্থিত ছিলেন কোম্পানী সচিব আল আমিন তালুকদার এছাড়া উপস্থিত ছিলেন
ডিরেক্টর গোলাম মাহমুদ ও মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন এ ছাড়াও আরো কোম্পানি শেয়ার হোল্ডার এবং ডিরেক্টর
ব্যক্তিবর্গ এ মিটিংয়ে আলোচনার বিষয় ছিল কোম্পানির আগামীর এ জি এম বিষয় ও রিসোর্ট উন্নয়নের বিষয় ও
কোম্পানির টিকিটিং অন্যান্য কাজকর্ম নিয়ে সার্বিক সখল বিষয় নিয়ে আঞ্চলিক শেয়ারহোল্ডার সাথে আলোচনা। আঞ্চলিক
শেয়ারহোল্ডার মাঝে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান পলাশ শেয়ারহোল্ডার মাহবুবুর রহমান শেয়ার হোল্ডার
কাজী ইমদাদুল হক শেয়ারহোল্ডার মিসেস আলমগীর বিশ্বাস শেয়ার হোল্ডার জাহাঙ্গীর আলম এছাড়া আরো অনেকে
উপস্থিত ছিলেন জুমে। এ বিষয়ে কোম্পানির চেয়ারম্যান মোখলেসুর রহমান হ্যাভেন নিউজ২৪.কম বলেন দীর্ঘদিন পর
সুন্দর একটি মিটিং অনুষ্ঠিত হল জুমের মাধ্যমে এতে সবার মাঝে পরিচয় ঈদের পরবর্তী কুশল বিনিময় খোঁজখবর আদান
প্রদান এবং বিষয় নিয়ে আমরা কোম্পানির সার্বিক কর্মকাণ্ড তাদের জানাতে পারছি এই এইভাবে আমাদের কর্মকাণ্ড চলতে
থাকবে ঢাকার বাইরে যেসব জেলাতে কোম্পানির শেয়ারহোল্ডার ও ডিরেক্টর আছেন তাদের সাথে জুমে মিটিংগুলো চলমান
অনুষ্ঠিত থাকবে
হ্যাভেন নিউজ ২৪
এম ফয়সাল