১১ ব্যক্তি-প্রতিষ্ঠান পাট দিবসে পুরস্কার পাচ্ছে

১১ ব্যক্তি-প্রতিষ্ঠান পাট দিবসে পুরস্কার পাচ্ছে


ছবি : অনলাইন থেকে সংগৃহীত
এ বছর পাট দিবসে পাটখাতের সমৃদ্ধির ধারা চলমান ও এ খাতে বিশেষ অবদান রাখায় ১১টি ক্যাটাগরিতে ১১
ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া পাট সংশ্লিষ্ট অংশীজনদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে
বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সচিবালয়ে মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন
কক্ষে ‘জাতীয় পাট দিবস–২০২৪’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, পাটপণ্যে বৈচিত্র্য আনা হবে এবং পাটশিল্পকে লাভজনক করার উদ্যোগ অব্যাহত থাকবে। পাটশিল্পে
বেসরকারি খাতের উদ্যোগ উৎসাহিত করা হবে।

যেসব ক্যাটাগরিতে এ বছর পাট দিবসে পুরস্কার দেওয়া হবে—১. পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায়
সেরা গবেষক/বিজ্ঞানী/উদ্ভাবক ২. সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি ৩. সেরা পাট উৎপাদনকারী চাষি ৪.
পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল ৫.পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ৬.পাটের সুতা
উৎপাদনকারী সেরা পাটকল ৭. পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ৮. বহুমুখী পাটজাত পণ্য
উৎপাদনকারী সেরা পাটকল ৯. বহুমুখী পাটপণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ১০. বহুমুখী পাটপণ্যের সেরা
মহিলা উদ্যোক্তা ১১.বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা। এ ছাড়া পাট সংশ্লিষ্ট
অংশীজনদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে।

এবারের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের
বাংলাদেশ’। আগামী ১৪ মার্চ ২০২৪ তারিখ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি),
ঢাকায় পাট দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী
সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন
ঘোষণা করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এ দিন ইজারার জন্য নির্ধারিত বিজেএমসি’র
৬টি মিলের বাণিজ্যিক উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়াও ১৪-১৬ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক
সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-তে ৩ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও মেলা আয়োজন করা হয়েছে।
তথ্যসূত্র :অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *