৩ দিনের রিমান্ডে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের

৩ দিনের রিমান্ডে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
সাবেক শিল্প প্রতিমন্ত্রী, ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থী একরামুল হক হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ৭টার পর কামাল আহমেদ মজুমদারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির
করে পুলিশ।পরে তাঁকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একরামুল হক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে
পুলিশ। এর সঙ্গে পুলিশ তাঁকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে।
বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের মৃত্যুর ঘটনায় আসামিপক্ষ
থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে কামাল আহমেদ মজুমদারের
তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ।
মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট ঢাকার মিরপুর-১০ এলাকায় বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায়
ইকরামুল হক সাজিদের গুলিবিদ্ধ আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার
মাথায় অস্ত্রোপচার করা হয়। ১৪ আগস্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের বাবা গত ৭ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কামাল আহমেদ মজুমদারসহ ৭২ জনের
বিরুদ্ধে কাফরুল থানায় হত্যা মামলা করেন।
শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ইকরামুল হত্যা মামলায়
রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *