৮ মাসে বজ্রপাতে ২৯৭ জন নিহত- সমীক্ষা

৮ মাসে বজ্রপাতে ২৯৭ জন নিহত- সমীক্ষা

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
চলতি বছরের গত আট মাসে (ফেব্রুয়ারি-সেপ্টেম্বর) সারাদেশে বজ্রপাতে ২৯৭ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে ২৪২ জন পুরুষ ও ৫৫ জন নারী। শনিবার ঢাকার তোপখানা রোডে তাদের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ)
প্রকাশিত তথ্য অনুযায়ী মে মাসে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।

সংস্থার জরিপে জানা গেছে, বজ্রপাতে ফেব্রুয়ারিতে একজন, মার্চে নয়জন, এপ্রিলে ৩১ জন, মে মাসে ৯৬ জন, জুনে ৭৭ জন,
জুলাইয়ে ১৯ জন, আগস্টে ১৭ জন এবং সেপ্টেম্বরে ৪৭ জনের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে ১৩ জন নিহত হয়েছে, তারপরে ফেনীতে ১২ জন,
কক্সবাজারে ১০ জন এবং জয়পুরহাট, হবিগঞ্জ এবং গাইবান্ধায় ১০ থেকে ১৩ জন নিহত হয়েছে।

ধর্মঘটের সময় ক্ষতিগ্রস্তদের বেশির ভাগই কৃষিকাজে নিয়োজিত ছিল। গত আট মাসে, ক্ষেতে কাজ করার সময়, বিশেষ করে ধান
কাটা, ঘাস কাটা এবং গবাদি পশু পালনের সময় ১৫২ জন কৃষক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ১৮ জন গরু চরাতে গিয়ে মারা গেছে।

এছাড়া সাগরে ৫২ জন জেলে, আম তুলতে গিয়ে ১১ জন, ফাঁকা রাস্তায় চলার সময় ১৫ জন, বাড়িতে থাকা অবস্থায় ২৭ জন, পাথর
তুলতে গিয়ে তিনজন, উঠোনে খেলতে গিয়ে ১৪ শিশু এবং গাড়িতে থাকা অবস্থায় একজন মারা গেছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসএসটিএফের সাধারণ সম্পাদক মোঃ রশিম মোল্লা, রিসার্চ সেলের প্রধান
আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, আইন উপদেষ্টা ফারুক হোসেন প্রমুখ।
তথ্যসূত্রঃ ডেইলিসান থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *