ছবি: অনলাইন থেকে সংগৃহীত
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে বাবর আজম। অর্থাৎ ওয়ানডেতে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই শীর্ষে এখন
পাকিস্তানের ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়া সিরিজে দেখা গেছে পুরোনো শাহিন শাহ আফ্রিদিকে। ৩ ম্যাচে ১২.৬২ গড়ে নিয়েছেন ৮ উইকেট। তাতে আইসিসি
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১ নম্বরে ফিরেছেন এই পেসার।
রউফ অস্ট্রেলিয়া সিরিজে উইকেট নিয়েছেন ১০টি। ক্যারিয়ার–সর্বোচ্চ ৬১৮ রেটিং পয়েন্ট রউফের। নাসিম শাহও অস্ট্রেলিয়া
সিরিজে দারুণ বোলিং করেছেন। তিন ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে এগিয়েছেন ১৪ ধাপ, তাঁর অবস্থান ৫৫তম। বল হাতে ৯ ধাপ
এগিয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। এখন তাঁর অবস্থান ২৪ নম্বরে।
আফগানিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪৭ ও ৭৬ রানের ইনিংস খেলে নাজমুল হোসেন এগিয়েছেন ১১ ধাপ, আছেন ২৪
নম্বরে। এটি তাঁর ক্যারিয়ার–সেরা অবস্থান। প্রথম ম্যাচের পর চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিম ৭ ধাপ পিছিয়েছেন, আছেন
৩০ নম্বরে। শেষ ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ এগিয়েছেন ১০ ধাপ। তাঁর বর্তমান অবস্থান ৪৪তম।
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন মোহাম্মদ নবী। ৪ ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ, আছেন ৪ নম্বরে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত