ছবি: অনলাইন থেকে সংগৃহীত
গত মৌসুমে রেয়ালের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন ভিনিসিউস।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে দলের দ্বিতীয় গোলটি
করেন তিনি। নির্বাচিত হন আসরের সেরা খেলোয়াড়। বিবেচিত সময়ে জাতীয় দলের হয়ে আশানুরূপ কিছু করতে
পারেননি ভিনিসিউস। তবে ক্লাব ফুটবলে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।
মৌসুমজুড়ে তার দাপুটে পারফরম্যান্সের ছাপ কেবল সংখ্যায় ফুটে উঠছে না। প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষের
জন্য তিনি হয়ে উঠতেন ভয়ঙ্কর। ম্যাচের পর ম্যাচে তার গতিময় ফুটবল সতীর্থদের সামনে প্রতিপক্ষের
রক্ষণে হানা দেওয়ার সুযোগ তৈরি করে দিত।
সবকিছুর মিশেলেই ক্যারিয়ারে প্রথমবারের মতো ভিনিসিউস নির্বাচিত হলেন বর্ষসেরা ফুটবলার, পেলেন
‘ফিফা দা বেস্ট মেন’স প্লেয়ার’ অ্যাওয়ার্ড।ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং নির্বাচিত
সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হয় সেরা।পুরুষ ফুটবলে বর্ষসেরা গোলের ফিফা পুসকাস
অ্যাওয়ার্ড জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচো।
২০২৩ সালের নভেম্বরে এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে দৃষ্টিনন্দন ওভারহেড কিক গোল করে
পুরস্কারটি জিতেছেন ২০ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত