ছবি: অনলাইন থেকে সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে রোববার এক দিনের রাষ্ট্রীয় শোক
ঘোষণা করেছে সরকার।
শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসান আরিফ।
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, শোক দিবসে সকল সরকারি, আধা-সরকারি, ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,
শিক্ষা প্রতিষ্ঠান, সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে
উত্তোলন করা হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকল মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে
বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে।
তথ্যসূত্রঃ ডেইলিসান থেকে সংগৃহীত