ছবি: অনলাইন থেকে সংগৃহীত
মিসরীয় ফরোয়ার্ডের রেকর্ডগড়া রাতে ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সাউদাম্পটনকে ৩-২ ব্যবধানে হারালো অলরেডরা। ইয়ান
রাশ এবং রজার হান্টের পর লিভারপুলের তৃতীয় ফুটবলার হিসেবে অ্যাওয়ে ম্যাচে ১০০ গোল করলেন মোহাম্মদ।
ম্যাচে প্রথম গোলটি করেছিল লিভারপুলই। ৩০ মিনিটে সাউদাম্পটনের রক্ষণের ভুলে বল পান দমিনিক সোবোসলাই। সুযোগ পেয়ে
কাজে লাগাতে ভুল করেননি হাঙ্গেরিয়ান তারকা।
গোল শোধে মরিয়া হয়ে আক্রমণ শানানো লিভারপুল সমতা ফেরায় ৬৫ মিনিটে। রায়ান গ্রাভেনবার্চের পাস থেকে গোল করেন সালাহ।
৮৩ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল।
নিজের দ্বিতীয় গোল তুলে নেন সালাহ। পাঁচ মিনিট পর হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন। কিন্তু তার শট পোস্টে আটকে গেলে
হ্যাটট্রিকবঞ্চিত হন মিসরীয় তারকা। সালাহর ক্রস ঠেকাতে গিয়ে হ্যান্ডবল করেন সাউদাম্পটনের সুগাওয়ারা।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত