গত ৯ ডিসেম্বর, রবিবার নিউইয়র্ক শহরের কুইন্স প্যালেস, উডসাইডে অনুষ্ঠিত হলো জাঁকজমকপূর্ণ ৪র্থ ওয়ার্ল্ড
ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ২০২৪, যা আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট আইএনসি।
এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোচুল। তিনি তাঁর
মূল্যবান বক্তব্যের মাধ্যমে অতিথিদের অনুপ্রাণিত করেন। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শাহ
নেওয়াজ, প্রেসিডেন্ট এবং সিইও, শাহ নেওয়াজ গ্রুপ। আয়োজনের নেতৃত্বে ছিলেন কনভেনর সেলিম ইব্রাহিম এবং
চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ রানা। পাশাপাশি কো-কনভেনর ড. কামরুল ইসলাম, প্রধান উপদেষ্টা মিন্টু কুমার রায়,
প্রেসিডেন্ট তারেক মাহমুদ, সাধারণ সম্পাদক শোহেল চৌধুরী এবং সদস্য সচিব ড. মুকতার আহমেদসহ আরও অনেকে
অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় যুক্ত ছিলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী এবং ১৪টি ভিন্ন
দেশের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আগামী ২৬ ও
২৭ এপ্রিল, ২০২৫-এ ফ্লোরিডার টেম্পা ট্যারেসের ওমার কে. লাইটফুট রিক্রিয়েশন সেন্টারে