ছবি: অনলাইন থেকে সংগৃহীত
বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের ছাউনিতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০ জন,
নিহত ৩ জন। সকাল ৮টার দিকে আহত অবস্থায় তাদের আনা হলে ঢামেকে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণখানের
বেলাল (৬০) ও বগুড়ার তাইজুল।
আহতরা হলেন- ফয়সাল (১৮), অজ্ঞাত (৬০), নুর ইসলাম (৪২), অজ্ঞাত (৫২), খোরশেদ আলম (৫০), আলাউদ্দিন (৩৫),
সাদ (২০), সালাউদ্দিন (৫০), আলম (৫০), আব্দুল্লাহ (৫০), ফোরকান (২৫), নুরুল হাকিম (৩০), মো. সাইফুল (৩৮),
আশরাফ (৩৫), রিশাদ (৩০), আলী হোসেন (৩৫), আ. বাতেন (৬০), ফয়সাল (১৯), আব্দুল্লাহ (২১), মাহমুদুল হাসান (৩৫),
সাঈদ (৪০), আবু হানিফ (৩৫), ইউসুফ (২৮), আনোয়ার (৫০), খলিলুর রহমান (৪৩), অজ্ঞাত (৬০), সালাউদ্দিন (৫৫),
আব্দুল্লাহ (৬০), কামরুজ্জামান (৪৫), সাদ (২০), অজ্ঞাত (৫০), অজ্ঞাত (৫০), অজ্ঞাত (৫০), সালাউদ্দিন (৬৫)।
তাদের মধ্যে সাতজনকে ভর্তি দেওয়া হয়েছে,ফয়সাল (১৮), অজ্ঞাত (৫০), আব্দুল হান্নান (৬০), নুর ইসলাম (৪২), সিয়াম
(২৪), রিশাদ (৩০), অজ্ঞাত (৫০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি
সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ থেকে এখন পর্যন্ত ঢামেকে আহত হয়ে ৪০ জন এসেছেন। তাদের
জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় একজন বেলাল নামের একজন মারা গেছে।
সূত্রে জানা যায়, আগামী শুক্রবার থেকে টঙ্গীর ইজতেমা মাঠে পাঁচ দিন ইজতেমা করতে চান মাওলানা সাদের অনুসারীরা।
মাওলানা জুবায়েরের অনুসারীরা তাদের এখানে ইজতেমা করতে দিতে চান না। এ জন্য আগে থেকে ইজতেমা মাঠ দখলে নেন
জুবায়ের অনুসারীরা। এ নিয়ে কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে
তিনটার দিকে চারদিক থেকে মাঠে প্রবেশ করতে থাকেন সাদের অনুসারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক
পর্যায়ে মাঠ ছেড়ে দেন জুবায়ের অনুসারীরা।
তাবলীগের মাওলানা জুবায়ের অনুসারী শুরায়ে নেজামের পক্ষের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ভোরে
ইজতেমার প্রস্তুতি কাজে থাকা, পাহারায় নিয়োজিত এবং ঘুমন্ত তাবলীগের সাথীদের ওপর হামলা চালায় কর্তৃপক্ষের
লোকজন। এতে দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
অন্যদিকে মাওলানা সাদ কান্দলভির অনুসারী তাবলীগের নিজামুদ্দিন পক্ষের সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, পাঁচ দিনের
জোড় উপলক্ষে ময়দানে প্রবেশ করার সময় গত রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তাবলীগের সাথী বগুড়ার তাইজুল ইসলাম
নিহত ও বহু সাথী আহত হয়েছেন।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত